ইনফিনিক্স বর্তমানে মোবাইল বাজারে তাদের আধিপত্য বাড়াতে নতুন পদক্ষেপ নিয়ে আসছে। এবার সবচেয়ে কম বাজেটে ভালো স্মার্টফোন উপহার দেওয়ার চেষ্টা করেছে।
ইনফিনিক্স নোট ৫০ প্রো অল্প বাজেটের মধ্যে সেরা ফোন হতে পারে। ইনফিনিক্স নোট 50 pro বাংলাদেশের বাজারে যার ৩০,০০০টাকা থেকে ৩২০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন ভারতে পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ থেকে ২১,৯৯৯ রুপি। ডিসকাউন্ট, অফার এর জন্য দোকান বা অনলাইন শপ কিছুটা কম বেশি হতে পারে
Table of Contents
Toggle
ইনফিনিক্স নোট ৫০ প্রো তে অবাক করা তথ্য :
ইনফিনিক্স নোট 50 pro তে রয়েছে 5g নেটওয়ার্ক ৬.৭৮ ইঞ্চি FHD সাথে AMOLED ডিসপ্লে ১২০ এইচ জেড রিফ্রেশ রেট ১৩ সন নেট পিক ব্রাইটনেস। মিডিয়া টক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর 8gb রেম সহ সর্বোচ্চ ১৬ জিবি এবং ইন্টারনেল স্টোরেজ পাচ্ছেন 256gb। ফাস্ট চার্জিং ৪৫w ও ৫০০০ এম এইচ ব্যাটারি। ১০৮ MP প্রাইমারি সেন্সর ক্যামেরা ডিটেইল যুক্ত ছবি ডেসেন্ট ভালো হবে 2MP ডেপথ সেন্সর পোটেট ক্যামেরা করতে সাহায্য করবে। ৩২ mp ফ্রন্ট ক্যামেরা, নাইট মোডে Ai Scene dedication লো লাইটে ভাল পিকচার দিতে সহযোগিতা করবে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে মনোযোগ দেওয়া হয়েছে IP53 রেটেড ব্যবহার করা হয়েছে পানি ও ধুলাবালি থেকে প্রতিরোধ করতে পারে এবং প্রোফাইল ব্যবহার করা হয়েছে যাতে হাতে ধরতে কমফোর্ট অনুভূতি হয়।
ইনফিনিক্স নোট ৫০ প্রো অসুবিধা :
Pubg, COD মিড গ্রাফিক্সে ভালো পারফরমেন্স কিন্তু আলটার সেটিংস লেগ করতে পারে। এর ফোনে মাইক্রো এসডি সাপোর্ট করে না ওয়ারলেস চার্জিং দেওয়া হয়নি যা এই প্রাইজে অনেক ফোনে এগুলি ব্যবহার করা হয়েছে।
ইনফিনিক্স নোট ৫০ প্রো কাদের জন্য :
৩০ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা মধ্যে যারা 5g ও ভালো ডিসপ্লে চাচ্ছেন, মিড রেঞ্জ গেইমার pubg, COD প্লেয়ার এবং লম্বা ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটি একটি সমাধান।
ফাইনাল কথা,
ইনফিনিক্স নোট ৫০ প্রো 5g এক কথায় বলা যায় অলরাউন্ডার ফোন যাতে ইনফিনিক্স চেয়েছে অল্প বাজেটে সবকিছু কভার করতে। বিশেষভাবে Amoled ডিসপ্লে 108 mp ক্যামেরা এবং 5g এর জন্য সাধারণ ইউজারদের জন্য এটা হতে পারে একটি আদর্শ মোবাইল ফোন । এই ফোনে ১০ মধ্যে আমি রেটিং দেব ৮।