আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সাময়িক কোম্পানি রেডমি সম্পর্কে যারা রেডমি ৪ ৬৪ দাম কত জানতে এক ব্লগ পোস্ট তাদের জন্য তাই শুরু করা যাক।
Table of Contents
Toggleরেডমি ৪ ৬৪ দাম কত?
রেডমি মোবাইল এর মধ্যে রেডমি ৪ ৬৪ খুবই জনপ্রিয় ফোন সাধারণত রেডমি ৪ ৬৪ দাম ৮০০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে মূলত একটি ফোনের কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে স্পেসিফিকেশন স্টোরেজ ডিসপ্লে ক্যামেরা ডিজাইন ইত্যাদি। কিছু জনপ্রিয় রেডমি দাম ও তথ্য নিচে দিলাম আশা করি আপনাদের উপকার আসবে।
১) রেডমি নোট ১১ s (Redmi Note 11S):
রেডমি নোট সিরিজ এর মধ্যে খুবই জনপ্রিয় ফোন redmi note 11 S ফোনটির মার্কেট প্রাইস ২০,৯৯৯ টাকা। এই ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে মিডিয়াটেক Helio G96 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১০৮ মেগাপিক্সেল Quad ক্যামেরা এবং 5000mah battery সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম।
২) রেডমি ১০ ( Redmi 10 2022):
শাওমি রেডমি ১০ ২০২২ সালে রিলিজ হওয়া খুবই জনপ্রিয় মোবাইলটির দাম ১৪,৯৯৯ টাকা। ডিসপ্লে ৬.৫ ইঞ্চি এবং মিডিয়াটেক Helio G88 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ৫০০০ mAh ব্যাটারি সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ইন্সটল করা হয়েছে ।
৩) রেডমি নোট 11 (Redmi note 11 ):
শাওমির জনপ্রিয় আরেকটি ফোন রেডমি নোট সিরিজের মধ্যে Redmi note 11 এই ফোনটির মার্কেট প্রাইস ১৮,৯৯৯ টাকা। এই ফোনটি ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে মিডিয়া টেক Helio G96 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ফাস্ট চার্জিং এর জন্য তেত্রিশ ওয়াট এর fast চার্জিং সিস্টেম এবং পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
৪) রেডমি ১০ এ( Redmi 10A) :
রেডমি সিরিজের ফোনটির মধ্যে আরেকটি জনপ্রিয় ফোন রেডমি ১০ এ এর দাম মাত্র ১১,৯৯৯ টাকা। ৬.৫৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১৩ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা এবং ৫০০০ এম এ এইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে দশ ওয়াটের ফার্স্ট চার্জিং সিস্টেম ইন্সটল করা হয়েছে।
৫) রেডমি ১০ সি (Redmi 10C) :
কম বাজেটে ফোনের মধ্যে জনপ্রিয় ফোন রেডমি ১০ সি এর বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন ১৩,৯৯৯ টাকায়।এই ফোনের ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ইনস্টল করা হয়েছে ৫০০০ এম এ এইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৬) রেডমি এ ওয়ান প্লাস (Redmi A1 Plus) :
যাদের বাজেট ৯ হাজার টাকার মধ্যে তাদের জন্য এ ওয়ান প্লাস ফোনটি হতে পারে অসাধারণ কারণ redmi A1 plus ফোনটির দাম মাত্র ৮,৯৯৯ টাকা। ৬.৫২ ইঞ্চি এইচডি ডিসপ্লে মিডিয়াটেক এর processor ব্যবহার করা হয়েছে মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ৫০০০ এম এ এইচ ১০ ওয়াট ফাস্ট চার্জিং ইন্সটল করা হয়েছে।
রেডমি দাম কত? আরো কিছু ফোন এর লিস্ট দেওয়া হল :
রেডমি মোবাইল ফোনের সম্পূর্ণ টেবিল (RAM, ROM সহ)
মডেল | দাম (টাকায়) | RAM | ROM | ডিসপ্লে | প্রসেসর | ক্যামেরা (মেইন+সেলফি) | ব্যাটারি | বিশেষ ফিচার |
---|---|---|---|---|---|---|---|---|
Redmi A2+ | ১০,৯৯৯ | ৪GB | ৬৪GB | ৬.৫২” HD+ | হেলিও G36 | ৮MP + ৫MP | ৫০০০mAh | Stock Android |
Redmi Note 12 Pro 5G | ২৯,৯৯৯ | ৮GB | ১২৮GB | ৬.৬৭” AMOLED, 120Hz | Snapdragon 778G | ৫০MP (OIS) + ১৬MP | ৫০০০mAh (67W) | 5G সাপোর্ট, প্রিমিয়াম ডিজাইন |
Redmi 12 | ১৪,৯৯৯ | ৪GB | ৬৪GB | ৬.৭৯” FHD+ | হেলিও G88 | ৫০MP + ৮MP | ৫০০০mAh (18W) | কাঁচ-প্রটেক্টেড ডিসপ্লে |
Redmi 12C | ১১,৯৯৯ | ৪GB | ৬৪GB | ৬.৭১” HD+ | হেলিও G85 | ৫০MP + ৫MP | ৫০০০mAh | বেস্ট সেলার |
Redmi Note 12 | ১৯,৯৯৯ | ৬GB | ১২৮GB | ৬.৬৭” AMOLED | Snapdragon 685 | ৪৮MP + ১৩MP | ৫০০০mAh (33W) | স্লিম বডি |
Redmi A1 | ৯,৯৯৯ | ২GB | ৩২GB | ৬.৫২” HD+ | হেলিও A22 | ৮MP + ৫MP | ৫০০০mAh | Android Go |
Redmi A1+ | ১০,৫০০ | ৩GB | ৩২GB | ৬.৫২” HD+ | হেলিও A22 | ৮MP + ৫MP | ৫০০০mAh | ফিঙ্গারপ্রিন্ট সেন্সর |
Redmi 10C | ১২,৪৯৯ | ৪GB | ৬৪GB | ৬.৭১” HD+ | Snapdragon 680 | ৫০MP + ৫MP | ৫০০০mAh | গেমিং-ফ্রেন্ডলি |
Redmi 10A | ১০,৯৯৯ | ৪GB | ৬৪GB | ৬.৫৩” HD+ | হেলিও G25 | ১৩MP + ৫MP | ৫০০০mAh | লং-লাস্টিং |
Redmi Note 11 | ১৮,৯৯৯ | ৬GB | ১২৮GB | ৬.৪৩” AMOLED | Snapdragon 680 | ৫০MP + ১৩MP | ৫০০০mAh (33W) | IP53 রেটিং |
Redmi Note 11S | ২১,৯৯৯ | ৮GB | ১২৮GB | ৬.৪৩” AMOLED | হেলিও G96 | ১০৮MP + ১৬MP | ৫০০০mAh (33W) | প্রো-গ্রেড ক্যামেরা |
Redmi 10 (2022) | ১৩,৯৯৯ | ৪GB | ৬৪GB | ৬.৫৩” HD+ | হেলিও G88 | ৫০MP + ৫MP | ৫০০০mAh (18W) | ফাস্ট চার্জিং |
রেডমি ৪/৬৪ জিবি মোবাইল ফোনের দাম (২০২৪)
মডেল | দাম (টাকায়) | RAM | ROM |
---|---|---|---|
Redmi A2+ | ১০,৯৯৯ | ৪ জিবি | ৬৪ জিবি |
Redmi 12 | ১৪,৯৯৯ | ৪ জিবি | ৬৪ জিবি |
Redmi 12C | ১১,৯৯৯ | ৪ জিবি | ৬৪ জিবি |
Redmi 10C | ১২,৪৯৯ | ৪ জিবি | ৬৪ জিবি |
Redmi 10A | ১০,৯৯৯ | ৪ জিবি | ৬৪ জিবি |
Redmi 10 (2022) | ১৩,৯৯৯ | ৪ জিবি | ৬৪ জিবি |
পরিশেষে,
যারা রেডমি ৪ ৬৪ কিনতে চাচ্ছেন তারা হয়তো অনেক ফোন নতুন মার্কেটে পাবেন না তাদের ক্ষেত্রে এই সিরিজ ফোনগুলো সেকেন্ড বা পুরাতন ফোন কিনতে পারেন। ফোন কিনতে গেলে একটু সাবধান থাকবেন আবার অনেক ফোনগুলো মার্কেটে পেয়ে যাবেন অবশ্যই ফোন অফিশিয়াল কিনবেন, আন অফিসিয়াল ফোন কখনো কিনবেন না।