৫০০ টাকায় বাটন মোবাইল :২০২৫ সালের সেরা বাজেটের বাটন মোবাইল

আমরা এখন প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করি কিন্তু মাঝে মাঝে বাটন ফোন অনেক প্রয়োজন হয়ে ওঠে আমাদের জীবনে আমরা অনেক কাজের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার করতে পারি না, পানিতে পরে ডিসপ্লে নষ্ট হওয়া,ব্যাটারি চার্জ শেষ হওয়ার আরো রয়েছে অনেক ঝামেলা আবার বৃদ্ধ দাদা দাদিদের বা নিজের জন্য খুব সহজে ব্যবহার করার জন্য বাটন ফোন হতে পারে একমাত্র সমাধান।
বর্তমানে ৫০০ টাকার ফোন পাওয়া কষ্টসাধ্য ৫০০ টাকার মধ্যে আপনি পুরাতন ফোন পেতে পারেন অনেকের দুটি মোবাইল, বাটন ফোন বিক্রি করে দেন আপনি তাদের কাছ থেকে কালেকশন করতে পারেন। অথবা আপনি বাজার থেকে বা অনলাইন থেকে নতুন মোবাইল কিনতে পারেন দাম পড়বে ৮০০ থেকে ১৫০০ টাকা। চলুন কম দামে কয়েকটি ফোনের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক।

৫০০ টাকার বাটন মোবাইল সেরা তালিকা :

বাজারে বর্তমানে symphony এর মধ্যে কয়েকটি মোবাইল ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে পেতে পারেন। যেমন symphony A10, symphony b26 symphony b65, ওয়ালটন এর কোম্পানির মধ্যে পেতে পারেন Walton olvio L25 আরো পেতে পারেন Maximums M10 এবং itel it 2080 এই মোবাইল গুলো অল্প বাজেটের মধ্যে সেরা, নিচে আরো তথ্য লিখলাম যা আপনার সঠিক মোবাইল ফোন নির্বাচন করতে সহযোগিতা করবে।

Symphony A10 :

symphony একটি পুরাতন মোবাইল ব্র্যান্ড এর মধ্যে একটি কোম্পানি তারা স্মার্টফোনের পাশাপাশি ভালো বাজেটের মধ্যে বাটন মোবাইল নিয়ে আসে এর মধ্যে symphony a10 হতে পারে আপনার পছন্দ এতে রয়েছে হালকা ডিজাইন সহজে বহন যোগ্য , ডিসপ্লে সাইজ ১.৮ ইঞ্চি যা বাটন ফোনের জন্য যথেষ্ট। মোবাইল ফোনের বাটন গুলো বড় যা বয়স্ক বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যবহার করতে সুবিধা হবে । বাটন ফোন অনেকের কাছে প্রিয় হওয়ার কারন তার ব্যাটারি এটিতে রয়েছে ৮০০ এমএইচ ব্যাটারি যা এক চার্জে তিন থেকে চার দিন অনায়াসে কাটাতে পারেন।
এছাড়াও মেমোরি কার্ড সাপোর্ট, mp3 প্লেয়ার, ডুয়েল সিম সাপোর্ট, এবং রেডিও শুনতে পারবেন। symphony A10 ফোন বেসিক টেকসই ও সাশ্রয় মোবাইল সাধারণ ব্যবহারের জন্য খুবই উপযোগী এই মোবাইলের ৮০০-১২০০ দাম টাকা হতে পারে।

Symphony b26 :

বাংলাদেশের বাজারে বাটন ফোনের মধ্যে symphony b26 হতে পারে বাটন ফোন এর আরেকটি সমাধান। এই মোবাইলের শুধু এসএমএস, ফোন নয় বেসিক মাল্টিমিডিয়াও সাপোর্ট করে। এই মোবাইল ফোন ক্লাসিক বাটন ২.৪ ইঞ্চি ডিসপ্লে বড় যা সহজে চাপা যায় আরামদায়ক বাটন বয়স্ক মানুষদের জন্য খুবই সুবিধা হতে পারে। symphony b26 আরো অতিরিক্ত কিছু সুবিধা পাবেন camera mp3 এফ এম রেডিও সাপোর্ট করে এক চার্জে অনায়াসে ৫ থেকে ৭ দিন চলবে তাতে রয়েছে ২০০০ এমএইচ ব্যাটারি।

Symphony b65:

Symphony b65 এই সিরিজের ফোনগুলোর প্রাইজ ১২০০ থেকে ১৪০০ টাকা দাম পড়বে এক চার্জে ৫ থেকে ৭ দিন পর্যন্ত কাটাতে পারবেন ব্যাটারি ক্যাপাসিটি ২০০০ এমএইচ রয়েছে। ডিসপ্লে ২.৪ ইঞ্চি অতিরিক্ত ফিউচার হিসেবে mp3, mp4, radio টর্চ লাইট সাপোর্ট করে।

Symphony d20 :

সিম্পনি ফোনের মধ্যে আরেকটি জনপ্রিয় বাটন ফোন symphony d20 এই মোবাইল ফোনটির 2.4 ইঞ্চি ডিসপ্লে ডুয়েল সিম সাপোর্ট 1800 এম এইচ ব্যাটারি যা দিয়ে অনায়াসে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বিশেষ ফিচার মধ্যে রয়েছে mp3 mp4 ডিসপ্লে টর্চ লাইট এবং এফএম রেডিও সুবিধা।

Walton olvio L25:

বর্তমানে বাজারে ওয়ালটনের মোবাইল ফোনের বাটন হিসেবে এই ফোনটি সেরা হতে পারে আপনার চয়েজে কারণ তাতে রয়েছে ক্লাসিক বাটন যা ব্যবহার করতে বা চাপতে আরামদায়ক মজবুত প্লাস্টিক বডি হালকা সহজে বহনযোগ্য ২.৪ ইঞ্চি রঙ্গিন ডিসপ্লে ১ চার্জে ৫ থেকে ৭ দিন চলতে পারে ২০০০ এমএইচ ব্যাটারি রয়েছে এই ফোন বাজার দাম ১২০০ থেকে ১৫০০ টাকা হতে পারে।

Maximus M10:

বাংলাদেশের বাজারে ম্যাক্সিমাস এম ১০ বাটন ইউজারদের জন্য সেরা একটি ফোন কারণ ফোনের মধ্যে রয়েছে স্মুথ ক্লাসিক বাটন যা সহজেই চাপতে পারবেন মজবুত প্লাস্টিক বডি যা হাত থেকে পড়লে সহজে নষ্ট হবে না ১.৪ ইঞ্চি ডিসপ্লে যা বাটন ফোন ব্যবহার এর জন্য যথেষ্ট এছাড়া টর্চ লাইট রেডিও mp3 সাপোর্ট করবে।
৭)itel it 2080: সর্বশেষ কথা বলব itel it 2080 বাটন ফোন ইউজারদের জন্য দুর্দান্ত একটি অপশন হতে পারে। এই মোবাইল ফোনের ডিজাইন বিল্ড কোয়ালিটি অনেক দুর্দান্ত ক্লাসিক বাটন মজবুত প্লাস্টিক বডি এবং হালকা যা ইউজারদের জন্য বহন করতে সুবিধা হবে ১.৪ ইঞ্চি ডিসপ্লে ১০০০ এমএ এইচ ব্যাটারি এক চার্জে ৪ থেকে ৫ দিন অনায়াসে কাটাতে পারবেন এটা বাজারে মূল্য ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

সর্বশেষ কথা,

৫০০ টাকার মধ্যে বাটন ফোন কিনতে চাইলে আপনি পুরাতন বা ফোন বিবেচনা করতে পারেন ফোন কিনার জন্য ভালোভাবে দোকান বা অনলাইন কিনতে চাইলে ভালোভাবে দেখে কিনবেন পুরাতন ফোনের ক্ষেত্রে পরিচিতদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন নতুন ফোন কিনতে হলে ভালোভাবে ইন্টারনেট গেটে তথ্য নিয়ে যাবেন যা আপনার প্রয়োজনে আসবে।

Related articles

ইনফিনিক্স ৬/১২৮ দাম কত : ২০২৫ সালের বাজেট ফ্রেন্ডলি

২০২৫ সালের জন্য ইনফিনিক্স ৬/১২৮ দাম কত জানতে চেয়েছেন এই ভ্যারিয়েন্টের মডেলগুলোর  মধ্যে সেরা ছয়টি ফোন নিয়ে এখন আলোচনা করব  ২০২৫ সালে এই ফোনগুলো ইনফিনিক্স

Read More

ইনফিনিক্স মোবাইল দাম কত : বাংলাদেশ প্রাইস ২০২৫

আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলা ইনফিনিক্স বর্তমান বাজারে মূল্য নিয়ে কোন ধরনের মোবাইল বর্তমানে কোন দাম রয়েছে তা আমরা আলোচনা করব। বর্তমানে বাজারে বিভিন্ন 

Read More

ইনফিনিক্স ৪ ৬৪ দাম কত : বাংলাদেশ প্রাইস ২০২৫ সালে ইনফিনিক্স ৪ ৬৪

ইনফিনিক্স ৪ ৬৪ দাম কত : ২০২৫ সালে ইনফিনিক্স ৪ ৬৪ বাংলাদেশ প্রাইস আসসালামু আলাইকুম বাংলাদেশ মোবাইল মার্কেটের মধ্যে তাড়াতাড়ি ইনফিনিক্স  মোবাইল খুবই জনপ্রিয় হয়ে

Read More
abu bokor siddik

AbuBokor Siddik

আসসালামু আলাইকুম, এই ওয়েবসাইটে সকল ধরনের টেকনোলজি তথ্য এবং টেক রিলেটেড সকল প্রোডাক্টের রিভিউ, আপডেট দাম জানতে পারবেন । ধন্যবাদ

AbuBokor

Owner

Sponsar

siddikexpress